নামঃ মোশারেফ হোসেন   (সানি),বয়সঃ ৩২,জন্মঃ ১মার্চ ১৯৭৭ ইং,উচ্ছতাঃ ১৭৪ সেঃমিঃ,বাড়ীঃ কুমার বাড়ী,

গ্রামঃ করই তলা,পোঃ মান্দারী বাজার,থানাঃ লক্ষীপুর,জেলাঃ লক্ষীপুর  ।     

 নিজের সম্পর্কে কিছু কথাঃ-                   

আমি আহামরি কেউ  নই, খুব সাধারন জীবন যাপনে অভ্যস্ত। পারিবারিক চাহীদা মেটাতেই চাকরী করছি, অর্থ সম্পদ খুব  একটা নেই। মধ্যবিত্ত ফ্যামিলি বলতে যা বুজায়। ভাল লোকদের সংস্পর্শে আসার খুব আগ্রহ। বিশেষ বিশেষ বিষয়ে আলোচনায় ইন্টারেস্টেড। বিশেষ করে জোর্তিবিজ্ঞান, পারিবারিক মুল্যবোধ, মুসলীম পারিবারিক আইন, এবং সামাজীক অবক্ষয়।       

 এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডঃ- 

    আমি আমার পাশের গ্রাম মান্দারী পাথমিক বিদ্দ্যালয় থেকে ক্লাশ ফাইভ পাশ করি, একই গ্রামের মান্দারী হাই স্কুল থেকে এস,এস,সি বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ন হই। চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রী কলেজ থেকে এইচ,এস,সি বানিজ্য বিভাগ থেকে প্রথম বিভাগে উত্তীর্ন হই। চট্রগ্রাম বিশ্ব্ববিদ্দ্যালয় থেকে একাউন্টিং অনার্স করি (ফাইনাল হয় নাই)।

 

দক্ষতা ও অভিজ্ঞতাঃ

ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ফার্মে ১৮মাস চাকরী করি। (Setup Electronic Breaker with SCB)

একটা ইনস্ট্রুমেন্টাল ফার্মে ৪বছর কাজ করি(Acustic , Base  & Electronic Guiter)

CAD CAM NCD (Computer aided design,Computer aided management, Numoric control data)

ফার্মে দীর্ঘ দিন থেকে কাজ করে আসছি, বর্তমানে ও একই ফার্মে কর্মরত আছি।

        মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম (MS WORD,MS EXCEL,MS ACCESS,POWER POINT) কমপ্লীট অভীজ্ঞতা আছে। ফটোশপ, ইমেজ রেডী,এবং ভিডিও এডিটিং এ কমপ্লীট অভিজ্ঞতা আছে।

 

স্পেশাল অভিজ্ঞতাঃ-

1.CATIA V5 R.18(2D & 3D Design and Modelling program) On The Training

2. Z-Master 4.2( Numoric control data editing program) 100% অভিজ্ঞতা

3. Z-Master 2000 (Numoric control data editing program) 100% অভিজ্ঞতা

4. Power Mill 5.5 (High Quallity NCD Program) 100% অভিজ্ঞতা

5. Power Shape (Design and Modelling program) Bassic জানা আছে।

6. Auto CAD 2008 ( 2 Dimentional grapics Program) 100% অভিজ্ঞতা